বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

Teespring সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা

প্রথমে আমরা Teespring সম্পর্কে ব্যাসিক কিছু ধারণা নিবো,
Teespring কি ?
Teespring হচ্ছে একটি কাস্টম টি-শার্ট ডিজাইন প্লাটফর্ম,
এখানে আপনি টি-শার্ট ডিজাইন করে সেল করতে পারবেন।
আর এই টি-শার্ট ওয়ার্ল্ড ওয়াইড সেল করা যায়,
তবে ইউ এস এ এবং ইউরুপে বেশি সেল হয়।
Teespring  এ আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন,
যেমন ঃ টি-শার্ট/হডি/ভি-নেক/লং-স্লিভ ইত্যাদি।

Teespring এ কি করবো ?
Teespring দিয়ে আমরা টি-শার্ট ডিজাইন করে মার্কেট এ সেল করবো,
আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে কাজ করতে।
আর যদি ডিজাইন একবারে না পারেন,
তাহলে আপনাকে কিছু ডিজাইন আইডিয়া শিখতে হবে,
টেনশন করার কিছু নাই সিম্পল ডিজাইন ও ফ্রী তে ভালো সেল হয়।

Teespring এ কিভাবে কাজ করবো?

 Teespring এ কিভাবে কাজ করবো যেনে নেই ,
খুব সহজ এ আপনি তৈরি করতে পারেন অ্যাকাউন্ট,
কোন রকমের জামেলা নেই অ্যাকাউন্ট করতে, পারেন  teespring.com এ
চাইলে ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন,
তবে আমি বলবো মেইল দিয়ে করুন এটাই ভালো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন