বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬


টি-স্প্রিং একটা কাস্টম ডিজাইন টি-শার্ট প্লাটফর্ম যেখানে খুব সহজে ডিজাইন সাবমিট করে ফ্রী তে সেল পেতে পারেন,

আসলে বর্তমানে কাজের এমন হাল যে এই কাজ করে সংসার চালানো অনেক কষ্ট,
একজন চাকরিজীবী  সকাল ৮ টায় যায় আর বিকেল ৫ টায় ফিরে আবার কেউ কেউ ৮ টায় যায় রাত ৮ টায় ফিরে ,
যাই হোক এই ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করে আপনাকে বেতন দেয় ৫০ হাজার অথবা তারও কম,
কিন্তু আমরা চাইলে চাকরীর পাশাপাশি এমন কিছু করতে পারি যেটাতে এক্সট্রা কিছু ইনকাম আসে প্রতি মাসে,
অনেকে খুজতে থাকে আবার অনেকে খুজে পেলেও কাজটা ঠিক মতো করতে পারে না,
কারন ৫০ হাজার টাকা ইনকাম এর জন্য  ১৬ বছর পড়াশোনা করছেন,
কিন্তু অনলাইনে কাজ করতে এসে এক মাসেই ইনকাম চাচ্ছে,
আর যখন এক মাসে ইনকাম পাচ্ছে না তখন হোঁচট খাচ্ছে।
অনলাইনে যেকোনো কাজ শিখতে কম পক্ষে ৬ মাস থেকে ১ বছর সময় দেয়া উচিৎ,
তারপরও আমি বলতে পারি আজ যেই ইনকাম টার কথা বলবো সেটাতে ঠিক মতো কাজ করতে পারলে,
মাসে কম হলেও ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন,
আর শিখতেও বেশি দিন লাগবে না, এক মাস এ ও ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিক পথে আগান।

টি-স্প্রিং একটা কাস্টম ডিজাইন টি-শার্ট প্লাটফর্ম যেখানে খুব সহজে ডিজাইন সাবমিট করে ফ্রী তে সেল পেতে পারেন,
চাইলে আপনি পেইড মার্কেটিং ও করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক এ এড এর মাধ্যমে পেইড করতে হবে,



Teespring সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা

প্রথমে আমরা Teespring সম্পর্কে ব্যাসিক কিছু ধারণা নিবো,
Teespring কি ?
Teespring হচ্ছে একটি কাস্টম টি-শার্ট ডিজাইন প্লাটফর্ম,
এখানে আপনি টি-শার্ট ডিজাইন করে সেল করতে পারবেন।
আর এই টি-শার্ট ওয়ার্ল্ড ওয়াইড সেল করা যায়,
তবে ইউ এস এ এবং ইউরুপে বেশি সেল হয়।
Teespring  এ আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন,
যেমন ঃ টি-শার্ট/হডি/ভি-নেক/লং-স্লিভ ইত্যাদি।

Teespring এ কি করবো ?
Teespring দিয়ে আমরা টি-শার্ট ডিজাইন করে মার্কেট এ সেল করবো,
আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে কাজ করতে।
আর যদি ডিজাইন একবারে না পারেন,
তাহলে আপনাকে কিছু ডিজাইন আইডিয়া শিখতে হবে,
টেনশন করার কিছু নাই সিম্পল ডিজাইন ও ফ্রী তে ভালো সেল হয়।

Teespring এ কিভাবে কাজ করবো?

 Teespring এ কিভাবে কাজ করবো যেনে নেই ,
খুব সহজ এ আপনি তৈরি করতে পারেন অ্যাকাউন্ট,
কোন রকমের জামেলা নেই অ্যাকাউন্ট করতে, পারেন  teespring.com এ
চাইলে ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন,
তবে আমি বলবো মেইল দিয়ে করুন এটাই ভালো হবে।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বেশ কিছু দিন  হোল ব্লগ সাইট গুলি পড়তে ছি  অনলিনে আয় এর উপর
কিছু এমন সাইট পেলাম যে খান হতে  ক্লিক করে আয় করা যায়।আমাদের দেশে
একটা সময় দলেন্সের  নামে একট কোম্পানি  ছিল যারা
 কি না এক ক্লিক করলে এক ডলার দেয় ।শেষ পর্যন্ত এমন হাল করল এক বারে ৫০০ কটি নিয়ায়
উধাউ ।এর পর আসি   পশ্চিমা বিশও  ও আমারিকান সাইট এর পালা এরা যে এত গরিব  দেশ
 এক বার ক্লিক করলে পাবেন ।০,০০০১-০,০০০৫ সেন্ট
উধারন সরুপ 


neobux ,clicxsence  etc